নেপালকে ১৩০ রানে অলআউট করল বাংলাদেশ
যুব এশিয়া কাপে আজ সোমবার (১৫ ডিসেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাইর দ্য সেভেন স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের যুবরা। এরপর দারুণ বোলিং করে ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানে অলআউট করে। টানা দ্বিতীয় জয় তুলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখতে বাংলাদেশকে করতে হবে ১৩১ রান।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে নেপালের যুবারা। তাতে ১৭ ওভারে ৮১ রান তুলতেই হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে আশিষ লুহার ও অভিষেক তিওয়ারির ব্যাটে নেপালের রান ১৩০ পর্যন্ত যায়। আশিষ ১ চারে ২৩ ও অভিষেক ২ ছক্কায় ৩০ রান করেন। এছাড়া উদ্বোধনী দুই ব্যাটার সাহিল প্যাটেল ১৮ ও নিরাজ কুমার যাদব করেন ১৪ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।
বল হাতে বাংলাদেশের মো. সবুজ ৭ ওভারে ১ মেডেনসহ ২৭ রানে ৩টি উইকেট নেন। শাহরিয়ার আহমেদ ৫.১ ওভারে ২ মেডেনসহ ১০ রানে ২টি, আজিজুল হাকিম ৪ ওভারে ১৮ রানে ২টি ও সাদ ইসলাম ৭ ওভারে ৩২ রানে নেন ২টি উইকেট। ৫ ওভারে ২২ রান দিয়ে অপর উইকেটটি নেন শাহরিয়া আল-আমিন।
ঢাকা/আমিনুল