ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই কিংবদন্তির ঐতিহাসিক সাক্ষাৎ, কে কাকে কী দিলেন উপহার?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:১১, ১৫ ডিসেম্বর ২০২৫
দুই কিংবদন্তির ঐতিহাসিক সাক্ষাৎ, কে কাকে কী দিলেন উপহার?

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম যেন এক সন্ধ্যায় পরিণত হয়েছিল তারকাময় মঞ্চে। ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার ও ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। দুটি ভিন্ন খেলার দুই কিংবদন্তির মিলনমেলায় সাক্ষী থাকল ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

এই বিশেষ মুহূর্তে শচীন মেসির হাতে তুলে দেন ভারতের ঐতিহাসিক ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্মারক জার্সি। জবাবে মেসিও শচীনের জন্য নিয়ে আসেন একটি বিশেষ বিশ্বকাপ বল। দুই মহাতারকার পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের অনন্য নিদর্শন হয়ে রইল এই বিনিময়।

আরো পড়ুন:

স্টেডিয়ামে পা রাখার সঙ্গে সঙ্গেই বজ্রধ্বনির মতো করতালিতে ভরে ওঠে ওয়াংখেড়ে। দর্শকদের উচ্ছ্বাসের জবাবে হাত নেড়ে অভিবাদন জানান মেসি। তার সম্মানে আয়োজন করা হয় একটি বিশেষ পারফরম্যান্স, যা শহরে ফুটবল–তারকার উপস্থিতিকে আরও স্মরণীয় করে তোলে।

মাঠে মেসির সঙ্গী হন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীসহ একাধিক বলিউড তারকা। তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ। যা পুরো আয়োজনের উত্তেজনা ও আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয়।

আনন্দঘন এক মুহূর্তে মেসি দর্শকদের দিকে কয়েকটি বল শট করে মারেন, তাতে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। তার সঙ্গে যোগ দেন আর্জেন্টিনার সতীর্থ রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজ। মেসির মজার ভঙ্গি নকল করে দর্শকদের বিনোদনে আরও রঙ ছড়িয়ে দেন তারা।

ওয়াংখেড়েতে এই সন্ধ্যা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং দুই খেলাধুলার দুই যুগস্রষ্টার মিলনঘন মুহূর্ত হয়ে স্মরণীয় হয়ে থাকবে ক্রীড়াপ্রেমীদের মনে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়