ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোয়ালঘরে ঢুকে কৃষকের ২টি গরু জবাই করল দুর্বৃত্তরা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১৫ ডিসেম্বর ২০২৫  
গোয়ালঘরে ঢুকে কৃষকের ২টি গরু জবাই করল দুর্বৃত্তরা

ফাইল ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোয়ালঘরে ঢুকে এক কৃষকের দুটি গরু জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়িতে ঘটনাটি ঘটে।

কে বা কারা কী কারণে গরুগুলো হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি ভুক্তভোগী।  

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, কৃষক আব্দুস সাত্তারের বসতঘরের পাশেই গোয়ালঘর। সেখানে তিনি দুটি গরু লালন-পালন করেন। রবিবার রাতে গোয়ালঘরে দুটি গরুকে খাবার দিয়ে আব্দুস সাত্তার ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন।

সোমবার (১৫ ডিসেম্বর) ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে আব্দুস সত্তার দেখেতে পান, তার দুটি গরু জবাই করা অবস্থায় পড়ে আছে। এতে তার ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এলাকাবাসীর ধারণা, পূর্বশক্রতার জেরে চেতনানাশক ইনজেকশন দিয়ে গরু দুটি জবাই করে দুর্বত্তরা। 

কৃষক আব্দুস সাত্তার বলেন, “আমার কোনো শত্রু নেই। কারা এ জঘন্য কাজ করেছে, কেন করেছে, কিছুই বুঝে উঠতে পারছি না। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখি গরুগুলো জবাই করা অবস্থায় পড়ে আছে।”    

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”  

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়