স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড
সোমবার দুপুর সাড়ে ১২টায় শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায় নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় ব্লকেড করেছে জাতীয় ছাত্রশক্তি।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় শাহবাগে চারপাশের রাস্তার যানচলাচল বন্ধ হয়ে যায়।
জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেছেন, “বিপ্লবী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনতিবিলম্ব পদত্যাগ করতে হবে।”
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেছেন, “দুপুর সাড়ে ১২টায় শাহবাগ মোড় অবরোধ করা হয়। এখন পর্যন্ত অবরোধ চলছে। যানচলাচল বন্ধ আছে। আমরা ছাত্রদের অনুরোধ করেছি সাধারণ মানুষের কথা চিন্তা করে অবরোধ তুলে নিতে।”
ঢাকা/রায়হান/রফিক