ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে চাষি কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০২, ২৭ এপ্রিল ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে চাষি কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের ম্যাপ

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম, ২৭ এপ্রিল : বাংলাদেশ চাষি কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগরী সভাপতি মাষ্টার হুমায়ন কবীর বলেছেন, চাষি কল্যাণ সমিতি চাষিদের কল্যাণে কাজ করে যাচ্ছে। দারিদ্রমুক্ত আর্তনির্ভরশীল দেশ গঠনে চাষি কল্যাণ সমিতির কাজে সার্বিক সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

রোববার নগরীর আগ্রাবাদ বড়পুলস্থ স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত চাষি কল্যাণ সমিতির মহানগর ও থানা কমিটির দায়িত্বশীলদের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।  মহানগর সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জাহের খান, মো. নাছির উদ্দিন চৌধুরী, ফয়েজ আহমদ, মাওলানা ওয়ালীউর রহমান, দাউদ আলী প্রমুখ।

সভায় যৌতুক বিহীন বিয়েসহ সংগঠনের সার্বিক কার্যক্রমের ওপর পর্যালোনা করা হয়। আসন্ন মৌসুমে বৃৃক্ষ রোপণ কর্মসূচি ও চাষিদের উন্নত চাষাবাদ পদ্ধতি শিক্ষাদান এর ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বৃক্ষরোপণ কর্মসূচিকে সামজিক আন্দোলনের ন্যায় কাজে লাগানোর জন্য দেশের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার জন্য কাজ করার আহ্বান জানানো হয়।

রাইজিংবিডি/রেজাউল করিম/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়