ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভূমি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের অফিস মনিটরিংয়ের সুপারিশ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ১৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভূমি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের অফিস মনিটরিংয়ের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের অফিসগুলো মনিটরিং করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মকবুল হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন।

এ সময় কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সদস্য মো. হাবিবর রহমান, মো. আনোয়ারুল আজীম (আনার), উম্মে ফাতেমা নাজমা বেগম ও মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকে উপজেলাভিত্তিক খাস জমির খতিয়ান, রাস্তার পরিমাণ, বেদখল নদীর জমির পরিমাণ নির্ধারণ করে তালিকা তৈরির সুপারিশ করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর কার্যাবলি এবং এসডিজি বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও আলোচনা হয়।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৪ মে ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়