ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রতারণার মামলায় যুবলীগ নেতা কারাগারে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতারণার মামলায় যুবলীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক : প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক কাজী সরোয়ার হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুল লতিফ তালুকদার বলেন, ‘বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগে কাজী সরোয়ার হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। বৃহস্পতিবার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

মামলার বাদী রিফাত সামিনা সিদ্দিক বলেন, ‘আসামি প্রভাবশালী হওয়ায় আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আসামিপক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে যে, এ মামলাটি তুলে না নিলে তারা (আসামিপক্ষ) আমার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করবে।’

আদালত সূত্র জানায়, ফ্লাইবার্ড এক্সপ্রেস সার্ভিসেস লিমিটেডের পরিচালক হিসেবে কাজ করছেন কাজী সরোয়ার হোসেন। এ প্রতিষ্ঠানের ৪০০ শেয়ার দেওয়ার কথা বলে তিনি রিফাত সামিনা সিদ্দিকির কাছে থেকে ৫০ লাখ টাকা নেন। ২০১৪ সালের ৮ জুন এ টাকা আসামিকে বুঝিয়ে দেন রিফাত সামিনা সিদ্দিক। পরে প্রতিষ্ঠানের শেয়ার কিংবা ওই টাকা কিছুই বুঝিয়ে দেননি আসামি।

জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, ‘যুবলীগ নেতা কাজী সরোয়ার হোসেনের সঙ্গে অন্য কারো লেনদেন আছে কি না, সে বিষয়ে আমার কিছু জানা নেই।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়