ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কোটা বাতিল, নিবন্ধন সনদধারীদের নিয়োগের নির্দেশ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোটা বাতিল, নিবন্ধন সনদধারীদের নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধন সনদধারীদের জাতীয় মেধাতালিকা প্রণয়ন করে পর্যায়ক্রমে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নিয়োগের ক্ষেত্রে জেলা-উপজেলা কোটা পদ্ধতি বাতিল করেছেন আদালত।

এ বিষয়ে বিভিন্ন সময়ে জারি করা রুল নিষ্পতি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে বিভিন্ন সময়ে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির ও অ্যাডভোকেট ইশরাত হাসান।

রায়ে আদালত ৭ দফা নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাগুলো হলো:

১. নিবন্ধন সনদের নির্ধারিত মেয়াদ ৩ বছর বাতিল করতে হবে। অর্থাৎ নিয়োগ না হওয়া পর্যন্ত সনদের মেয়াদ থাকবে।
২. জেলা-উপজেলা কোটা পদ্ধতি বাতিল করতে হবে। জাতীয় মেধাতালিকা প্রণয়ন করতে হবে।
৩. মেধাতালিকা ওয়েবসাইটে প্রকাশ ও দৃশ্যমান করতে হবে।
৪.  রায় পাওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় মেধাতালিকা প্রণয়ন করে রিটকারীদের পর্যায়ক্রমে নিয়োগ দিতে হবে।
৫. বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী নিয়োগ না দিলে ম্যানেজিং কমিটি বাতিল হবে।
৬. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করতে হবে।
৭. নিবন্ধন সনদধারীদের শুধু একটি মেধাতালিকা করতে হবে।

অ্যাডভোকেট মো. হুমায়ন কবির ও অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, ২০ হাজারের বেশি নিবন্ধন সনদধারী বিভিন্ন সময়ে প্রায় দুই শতাধিক রিট করেছিলেন। রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন। সেই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আদালত উক্ত নির্দেশনা দিয়েছেন।

আইনজীবী ইশরাত হাসান জানান, প্রায় ২ লাখ নিবন্ধন সনদধারীর ৬ লাখ সনদ আছে। এ রায় তাদের নিয়োগের  ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে।

এর আগে গতকাল বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়।

গত ৩০ জুলাই রুল শুনানির ধারাবাহিকতায় দেশের  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের পদ ও বিষয়ভিত্তিক ২২ হাজার ৫৬৭টি শূন্য পদের তালিকা হাইকোর্টে দাখিল করা হয়। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের মেধাতালিকাও আদালতে দাখিল করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

গত ২৮ মে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের মেধাতালিকা প্রস্তুত ও প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ সময়ের মধ্যে সমগ্র বাংলাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকের শূন্য পদের তালিকা চাওয়া হয়। এছাড়া আদালত নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর নির্ধারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না ও নিবন্ধন সনদধারীদের কেন নিয়োগ দেওয়া হবে না, এই মর্মে রুলও জারি করেন। একই সঙ্গে আদালত কোটা পদ্ধতি বাতিল করতেও রুল দিয়েছিলেন। সেসব রুলের একত্রে শুনানি করে আদালত বৃহস্পতিবার উক্ত রায় দিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়