ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বড় ব্যবধানে হারল বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ৩ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বড় ব্যবধানে হারল বাংলাদেশ

ইয়াসিন হাসান : দেরাদুনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৫ রানে হারল বাংলাদেশ। আগে ব্যাটিং করে বাংলাদেশকে ১৬৮ রানের লক্ষ্য দিয়েছিল আফগানিস্তান। জবাবে সবকটি উইকেট হারিয়ে ১২২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। 

স্কোর: বাংলাদেশ ১২২/১০ (১৯ ওভার)

আফগানিস্তান ১৬৭/৮ (২০ ওভার)।

ম্যাচ সেরা রশিদ খান: ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে একাই হারিয়েছেন রশিদ খান। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। 

রশিদ খানের দুর্দান্ত ক্যাচ: ব্যাটিংয়ে শেষ বলে মেরেছিলেন ছয়। বোলিংয়ে ৩ উইকেট। শেষটাও মাতালেন রশিদ খান। অসাধারণ এক ক্যাচ নিয়ে আউট করেন আবু জায়েদ রাহীকে। রাহীর উইকেট দিয়ে শেষ বাংলাদেশের ইনিংস। ৪৫ রানের বিশাল হারে সিরিজ শুরু বাংলাদেশের। 

শেষ ওভারে শাপুর জারদানের তিন উইকেট: প্রথম তিন ওভারে খরুচে ছিলেন বাঁহাতি পেসার শাপুর জারদান। ৩ ওভারে দিয়েছিলেন ৩৪ রান। শেষ ওভারে নিজেকে ফিরে পান। ৩ উইকেট নেন এ পেসার। আবুল হাসান রাজু ও রুবেল হোসেনকে বোল্ড করেন। মাহমুদউল্লাহ রিয়াদ উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন পয়েন্টে।

রশিদের পকেটে আরেকটি উইকেট: স্লগ সুইপ খেলতে গিয়ে লং অনে ক্যাচ দেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৩ বলে ১৪ রান করা মোসাদ্দেককে ফেরাতে বেগ পেতে হয়নি রশিদ খানের। প্রথম ওভারে দুই উইকেট পাওয়ার পর তৃতীয় ওভারে রশিদ খানের পকেটে ঢুকল আরেকটি উইকেট। 

রশিদ খানের জোড়া আঘাত: ১১তম ওভারে বোলিংয়ে এসে জোড়া সাফল্য পেলেন রশিদ খান। প্রথম বলে রিভার্স সুইপ করতে দিয়ে বোল্ড হন ১৭ বলে ২০ রান করা মুশফিকুর রহিম। পরের বলে গুগলিতে এলবিডব্লিউ সাব্বির রহমান। নিজের প্রথম ওভারেই জোড়া আঘাত করে আফগানিস্তানকে জয়ের স্বপ্ন দেখাচ্ছেন টি-টোয়েন্টির নম্বর ওয়ান ব্যাটসম্যান।

১০ ওভারে বাংলাদেশের রান ৮০ : ১৬৮ রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারে ৮০ রান তুলেছে বাংলাদেশ। এ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে তারা। জয় পেতে শেষ ১০ ওভারে করতে হবে ৮৮ রান।

ফিরলেন লিটনও: ২০ বলে ৩০ রান করে লিটন কুমার দাস রানের চাকা সচল রেখেছিলেন। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। নবীর দ্বিতীয় শিকারে পরিণত হন ডানহাতি ওপেনার। ৩ চার ও ১ ছক্কা হাঁকানো লিটন নবীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

পাওয়ার প্লেতে সাকিবকেও হারাল বাংলাদেশ: নিজেকে ওপরে উঠিয়ে এনে তিনে ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম বলে তামিম সাজঘরে ফেরায় সাকিবের দিকে তাকিয়ে ছিল দল। কিন্তু বেশিদূর যেতে পারেননি সাকিব। দুটি বাউন্ডারি মেরে মোহাম্মদ নবীর বলে আউট হন। মাত্র ১৫ রান করেন অধিনায়ক।পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৯ রান।

তামিমের এ কেমন শট: প্রথম বলেই আউট তামিম। শট খেলতে চেয়েও খেললেন না। মুজিব-উর-রহমানের করা প্রথম বলে সুইপ করতে চেয়েছিলেন। বল ঠিকমত দেখে ড্রাইভ করতে চাইলেন। সেটাও করলেন না। ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে বল মিস করলেন। ডানহাতি অফস্পিনারের ফুল লেংথ বল মিস করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তামিম। শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ। 

শেষ ৩ ওভারে ৫২ রান! ১৬ ওভার শেষেও আফগানিস্তানের স্কোর ছিল ৪ উইকেটে ১১৫। সেই তারাই শেষ ৩ ওভারে ৪ উইকেট হারালেও রান তুলেছে ৫২! প্রথম টি-টোয়েন্টিতে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৬৮ রান।

৬ বছর পর রাজুর উইকেট: ২০১২ সালের পর টি-টোয়েন্টি খেলতে নেমে উইকেট পেয়েছেন আবুল হাসান রাজু। আফগানিস্তানের ইনিংসের শেষ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। সঙ্গে একটি রানআউটও ছিল।  

জায়েদের প্রথম: ওভারের প্রথম পাঁচ বলে দিয়েছিলেন ২০ রান। শেষ বলে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহী। উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে মোসাদ্দেক হোসেনকে ক্যাচ দিয়েছেন সামিউল্লাহ সেনওয়ারি (৩৬)। আফগানিস্তানের স্কোর তখন ১৮ ওভারে ৫ উইকেটে ১৩৫।

মাহমুদউল্লাহর জোড়া আঘাত: প্রথমবারের মতো আক্রমণে এসেই ৪ বলের মধ্যে ২ উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় বলে আবু জায়েদকে ক্যাচ দিয়ে ফেরেন নজিবুল্লাহ জাদরান (২)। পঞ্চম বলে বোল্ড মোহাম্মদ নবী (০)। আফগানিস্তানের স্কোর তখন ৪ উইকেটে ৯১।

সাকিবের প্রথম: সাকিব আল হাসানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়েছেন মোহাম্মদ শাহজাদ (৪০)। ইনিংসে এটি সাকিবের প্রথম উইকেট। আফগানিস্তানের স্কোর তখন ২ উইকেটে ৮৬।  

জুটি ভাঙলেন রুবেল: বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন রুবেল হোসেন। উসমান গনিকে ফিরিয়ে ৬২ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন। ডানহাতি পেসারের বলে বোল্ড হয়েছেন গনি (২৬)।

পাওয়ার প্লেতে উইকেটশূন্য বাংলাদেশ: টস জিতে বোলিং নিয়ে পাওয়ার প্লেতে আফগানিস্তানের কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৪৪ রান তুলেছে আফগানরা।

টসবাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।



বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আবুল হাসান রাজু, আবু জায়েদ রাহী, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু।

আফগানিস্তান দল: মোহাম্মদ শাহজাদ, আসগর স্টানিকজাই (অধিনায়ক), উসমান গনি, মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, শফিকউল্লাহ, রশিদ খান, মুজিব উর রহমান, সামিউল্লাহ সেনওয়ারি, করিম জানাত ও দৌলত জাদরান।

ফেবারিট কে? : প্রথমবারের মতো আফগানিস্তানের আতিথেয়তা নিচ্ছে বাংলাদেশ। হোম ভেন্যু হিসেবে ভারতের দেরাদুনে সফরকারীদের আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান। টেস্ট ও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশ পিছিয়ে। আফগানিস্তান রয়েছে আটে, বাংলাদেশ দশে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফেবারিট কে? সাকিব আল হাসান বলেছেন, র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় আফগানিস্তান ফেবারিট।

বাংলাদেশ : আফগানিস্তান : দুই দল এখন পর্যন্ত একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছে।  ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সে ম্যাচে বাংলাদেশ হারিয়েছিল আফগানিস্তানকে।  সাকিবের অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি আফগানরা।

যাত্রা শুরু রাজীব গান্ধী স্টেডিয়ামের : ঘরোয়া ক্রিকেটের ম্যাচ নিয়মিত হলেও দেরাদুনে এখন পর্যন্ত হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে রাজীব গান্ধী স্টেডিয়ামের।



রেকর্ডের হাতছানি সাকিবের : তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের ডাবল ছোঁয়ার অপেক্ষায় সাকিব আল হাসান। বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের রান ১০ হাজার ৭৪ এবং উইকেট ৪৯৮টি। জ্যাক ক্যালিস এবং শহীদ আফ্রিদি ছাড়া এই রেকর্ড আর কোনো ক্রিকেটার করে দেখাতে পারেননি।

অপেক্ষায় রশিদ খানও : আফগানিস্তানের রশিদ খান টি-টোয়েন্টিতে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড গড়ার অপেক্ষায়। রোববার বাংলাদেশের বিপক্ষে এক উইকেট পেলে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন। সময়ের বিবেচনায় (২ বছর ২২০ দিন) দ্রুততম ৫০ উইকেট পাওয়ার কীর্তি গড়বেন এই লেগ স্পিনার। এ ছাড়া ম্যাচ বিবেচনায় হবেন দ্বিতীয় দ্রুততম।



রাইজিংবিডি/ঢাকা/৩ জুন ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়