ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুলনার সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৮ ও ২০ ডিসেম্বর

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ৩০ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনার সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৮ ও ২০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা নগরীর আটটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুক্রবার থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। যা চলবে আগামী ১৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। এবার বিদ্যালয়ে ভর্তির ফরম পাওয়া যাবে না।

তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর সর্বোচ্চ ৯ বছর বয়স নির্ধারণ করা হয়েছে এবং ৬ষ্ঠ শ্রেণির ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীরা আবেদন করতে পারবে।

ভর্তি কমিটির সদস্য সচিব ও খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম জানান, ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি স্কুলের পরীক্ষার খাতা কোডিং করে সিলগালা করে স্ব-স্ব কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জেলা স্কুলে আনা হবে এবং ওই দিনে খাতা মূল্যায়ন করে ফলাফল ঘোষণা করা হবে।  

 

 

 

রাইজিংবিডি/খুলনা/৩০ নভেম্বর ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়