ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাংবাদিক মনজুর উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

সেলিম আব্বাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিক মনজুর উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

জামালপুর সংবাদদাতা : জামালপুরে দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজুর উপর হামলাকারী কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।

শহরের দয়াময়ী মোড়ে বৃহস্পতিবার সকাল ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই’র সাংবাদিক হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক আজিজুর রহমান ডল, নুরুল আলম সিদ্দিকী, বজলুর রহমান, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।

মনববন্ধনে বক্তারা বলেন, কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুকে পুলিশ গ্রেপ্তারে গড়িমসি করায় আদালতে জামিন নেয়ার সুযোগ পেয়েছে। সদর থানা ও এসপি অফিসের সামনে দিয়ে বৃহস্পতিবার সকালে বুক ফুলিয়ে গিয়ে আদালত থেকে জামিন নেয়ার জামালপুরে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সাংবাদিক হামলাকারীদের সহায়তাকারী সদর থানার ওসি মো. সালেমুজ্জামানকে অপসারণ, হাসানুজ্জামান খান রুনুর ভেন্ডারের লাইসেন্স বাতিল, ভুমিদস্যুতায় সর্বশান্ত মানুষের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

গত মঙ্গলবার জামালপুর সাব-রেজেস্ট্রি অফিসে পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে দৈনিক কালেরকণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজুর উপর ভেন্ডার ও কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ তার সহযোগীরা হামলা করে। এ ঘটনায় রাতে মোস্তফা মনজু বাদী হয়ে সদর থানায় রুনুকে প্রধান আসামি করে নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

 

 

রাইজিংবিডি/জামালপুর/৩০ মে ২০১৯/সেলিম আব্বাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়