ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সেঞ্চুরি করে কোহলির বিশ্ব রেকর্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ২৬ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেঞ্চুরি করে কোহলির বিশ্ব রেকর্ড

কোহলির সেঞ্চুরি উদযাপন

ক্রীড়া ডেস্ক : টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে কলকাতায় প্রথম টেস্টে সেঞ্চুরির পর নাগপুরে দ্বিতীয় টেস্টেও তিন অঙ্ক ছুঁয়েছেন ভারতীয় অধিনায়ক।

আর এই সেঞ্চুরি করেই আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন কোহলি। এ বছর তিন সংস্করণ মিলিয়ে এটি তার দশম সেঞ্চুরি (টেস্টে ৪টি, ওয়ানডেতে ৬টি)।

কোহলি ছাড়িয়ে গেছেন রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথকে। ২০০৫ ও ২০০৬ সালে পন্টিং ও ২০০৬ সালে স্মিথ অধিনায়ক হিসেবে ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।



নাগপুর টেস্টের রোববার তৃতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। এটি তার ১৯তম টেস্ট সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ৫১তম সেঞ্চুরি।

ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন কোহলি। অধিনায়ক হিসেবে এটি ১২তম টেস্ট সেঞ্চুরি। ভারতকে নেতৃত্ব দিয়ে ১১ সেঞ্চুরি করেছিলেন সুনীল গাভাস্কার। 




রাইজিংবিডি/ঢাকা/২৬ নভেম্বর ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়