ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল ৮টায়

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সংসদের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

রোববার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লীরা জামাতে অংশ নেবেন।

প্রসঙ্গত, রাজধানীতে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে।

এদিকে শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে ঈদুল ফিতর উদযাপন করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

ঈদ উপলক্ষে মুসল্লিদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৭/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ