ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘সিদ্দিকুরের আঘাত কীভাবে, তদন্তে বেরিয়ে আসবে’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ২৪ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সিদ্দিকুরের আঘাত কীভাবে, তদন্তে বেরিয়ে আসবে’

নিজস্ব প্রতিবেদক : শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষকালে সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান কীভাবে চোখে আঘাত পেলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সোমবার দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুর রহমানকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘সিদ্দিকুরের সঙ্গে কথা বলেছি। আহত স্থানটি দেখেছি। একটি টিয়ার শেল বা একটি ঢিলের আঘাতে একই সঙ্গে দুই চোখে আঘাত লাগতে পারে না। যদি একটির আঘাত লেগে থাকে, তাহলে নাক বা কপাল ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তার নাক বা কপালে কোনো আঘাত নেই। সিদ্দিকুরও বলেছে, সে একটি আঘাত পেয়েছে। তারপর সংজ্ঞা হারিয়েছে। কীভাবে আঘাত লাগল, এটা একটি বড় প্রশ্ন। তদন্ত করে কারণ বের করা হবে। এখানে অন্য কোনো পক্ষ থেকে স্যাবোটাজ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখব।’

তদন্তের অগ্রগতি উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সেদিনের সিসিটিভির ফুটেজগুলো সংগ্রহ করা হয়েছে। অনলাইন, সোশ্যাল মিডিয়ার সংশ্লিষ্ট তথ্যও নেওয়া হচ্ছে। আর পুলিশ অপেশাদার আচরণ করলে সেক্ষেত্রে শাস্তি হবে। ঘটনাটি দুঃখজনক।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ