ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রোহিঙ্গা : জাতিসংঘের কার্যকর ভূমিকা রাখার আহ্বান

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ২০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা : জাতিসংঘের কার্যকর ভূমিকা রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করা ও নিজ দেশে ফেরত পাঠাতে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে ড্রিম টাচ ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো বর্বর হত্যাযজ্ঞের কারণে মাতৃভূমি থেকে বিতাড়িত কয়েক লাখ রোহিঙ্গা মানবেতর জীবন-যাপন করছে। সেখানে অনেক মা-বোনকে ধর্ষণ ও নিষ্পাপ শিশুদের নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে। বাড়ি, ঘর জ্বালিয়ে দিয়ে একটি জাতিকে সম্পূর্ণ বিলীন করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে পৃথিবীর সভ্য রাষ্ট্রগুলোকে পদক্ষেপ নিতে হবে।’

জাতিসংঘের মাধ্যেমে ও আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তায় কার্যকর পদক্ষেপ জরুরি উল্লেখ করে বক্তারা বলেন,     ‘যতদিন পর্যন্ত অসহায় রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের মাতৃভূমিতে ফিরে যেতে না পারে, ততক্ষণ পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। জাতিসংঘের মাধ্যমে রাখাইন রাজ্যে একটি সেফ জোন প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে।’

আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক ফারুকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান মিজানুর রহমান, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী এম আজিজুল ইসলাম, চিফ কো অর্ডিনেটর নাসের ইকবাল, আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সদস্য সাইদুল হক প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৭/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ