ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সংবর্ধনা সার্ক কালচারালের

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সংবর্ধনা সার্ক কালচারালের

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশে সফররত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিমাই চন্দ্র সাহাকে নাগরিক সংবর্ধনা দিয়েছে সার্ক কালচারাল সোসাইটি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

সংগঠনটির কার্যকরী সভাপতি এ টি এম মমতাজুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন দের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কফিল উদ্দিন, শ্রৗকৃঞ্চ সেবা সংঘের আহ্বায়ক নকুল চন্দ্র সাহা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. জামিনুর রহমান, ভোরের ডাকের সম্পাদক কে এম বেলায়েত হোসেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দ চন্দ্র সাধুগা, বাংলাদেশ মেয়র অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রমজান আলী।

অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যেকোনো সময়, বিপদে-আপদে তারাই আগে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা আমাদের প্রকৃত বন্ধু।’

তিনি বলেন, ‘সরকারের সঙ্গে ভারত সরকারের সবসময় যেমন সুসম্পর্ক থাকে, তেমনি দুই দেশের মানুষে মানুষেও গভীর সম্পর্ক বিরাজমান। বিশেষ করে দুই বাংলার মানুষে মানুষে দীর্ঘদিনের আত্মার সম্পর্ক রয়েছে। আগামীতে এই সম্পর্ক আরো জোরদার করার জন্য সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।’

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিমাই চন্দ্র সাহা বলেন, ‘আমাদের দেশ আলাদা হতে পারে, কিন্ত দুই বাংলার সংস্কৃতি অভিন্ন। আমরা বাংলায় কথা বলি, বাংলা আমার ভাষা। এই ভাষার মর্যাদা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে দুই বাংলার কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘দুই বাংলার মানুষে মানুষে বন্ধুত্ব সুদীর্ঘকালের। সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে কখনো এই বন্ধুত্বকে আটকে রাখা যাবে না।’ বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্রের উজ্জ্বল দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৭/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়