ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বঙ্গবন্ধুর বাড়িতে জাহাঙ্গীর বাহিনীর মহড়া

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ১৬ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর বাড়িতে জাহাঙ্গীর বাহিনীর মহড়া

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের রণসাজে সজ্জিত হয়ে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে প্রতীকী যুদ্ধের মহড়া করেছে মুন্সি জাহাঙ্গীর বাহিনী।

এ সময় জাহাঙ্গীর বাহিনীর সহযোদ্ধাদের কাছে ট্যাংক, রাইফেলসহ বিভিন্ন প্রতীকী সমরাস্ত্র ছিল। জাহাঙ্গীর বাহিনীর এমন গেরিলা রণসাজ দেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা অনেকের মাঝেই আনন্দ, উচ্ছ্বাস ও উল্লাস দেখা যায়। অনেকেই মুহূর্তটি স্মৃতিবন্দি হিসেবে ধরে রাখার জন্য মুঠোফোনে ব্যতিব্যস্ত হয়ে পড়েন।



শনিবার সকাল সাড়ে ১০টা। বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণ। সরেজমিন সেখানে গিয়ে দেখা যায়, একাত্তরের রণসাজে সজ্জিত জাহাঙ্গীর। ট্যাংক, কামান, বন্দুক, রাইফেল, গ্রেনেড নিয়ে জাদুঘর চত্বরে বিজয় চেতনায় বিজয় দিবস উদযাপনে উপস্থিত হন তিনি। এ ব্যাপারে বঙ্গবন্ধু পাগল মুন্সি জাহাঙ্গীর বলেন, ‘আমি জাতির জনক বঙ্গবন্ধু পাগল। এটাই আমার কাজ, এটাই আমার সাজ। আমরা বিজয় দিবস উদযাপনে উনার প্রতি ভালোবাসা জানাতে এসেছি। আজকে আমরা আরো বিভিন্ন জায়গায় একাত্তরের প্রতীকী যুদ্ধসাজ নিয়ে ঘোরাঘুরি করবো এবং বিজয় দিবসে আনন্দ উল্লাস করবো।’

মুন্সি জাহাঙ্গীরের ট্যাংকের ওপরে কয়েকজন শিশু প্রতীকী মুক্তিযোদ্ধা হিসেবে বসে ছিলেন। তাদের কারো হাতে রাইফেল, কারো হাতে বন্দুক, কারো হাতে গ্রেনেড, কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে বঙ্গবন্ধুর ছবি শোভা পাচ্ছিল। ট্যাংক বহরের সামনে বড় বড় প্ল্যাকার্ডে বঙ্গবন্ধুর ছবি সংবলিত মুন্সি জাহাঙ্গীরের মেয়ের নাম সংবলিত একটি কোটেশন শোভা পায় । এতে লেখা আছে, ‘আমার বাবার ভালোবাসা আমাদের জন্য নহে, তাহার সব ভালোবাসা শুধু বঙ্গবন্ধুর জন্য।’



বিজয় দিবস উদযাপনে একজন মুন্সি জাহাঙ্গীরের নিখাদ ভালোবাসা ও বিজয় চেতনায় অনেকেই বিমোহিত ও আবেগতাড়িত হয়ে পড়েন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৭/নৃপেন/সাইফ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়