ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘নুসরাত হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ১২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নুসরাত হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে পুলিশের কোনো সদস্যের এ ঘটনায় অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার দুপুরে মিরপুরে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

পুলিশ প্রধান আরো বলেন, ‘এ ঘটনায় জড়িত ও সন্দেহভাজন অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তদন্তের সাপেক্ষেই ফেনীর সোনাগাজী থানার ওসিকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরও তদন্ত হচ্ছে। তদন্তে তার কোনো অবহেলা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘সন্তানের নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে শিক্ষা পরিবার থেকেই গ্রহণ করে। তাই তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশকে জানতে হলে এর অভ্যুদয়ের সঠিক ইতিহাস জানতে হবে। লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলায় অংশ নিতে হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ