ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘কুসিকের যেকোনো ফলাফল মেনে নেবে আ.লীগ’

নৃপেন রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কুসিকের যেকোনো ফলাফল মেনে নেবে আ.লীগ’

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে যেকোনো ফলাফল মেনে নিতে আওয়ামী লীগ প্রস্তুত বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ওয়াপদা মিলনায়তনে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এই নির্বাচন নিয়েও বিএনপি অনেক কথা বলার চেষ্টা করেছে। আমরা পরিষ্কারভাবে বলেছিলাম, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে সরকার বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘আমরা সবসময় বলেছি, নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন কমিশনের সম্পূর্ণ ক্ষমতা আছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা দরকার, তাই তারা গ্রহণ করতে পারে, আমরা এটাই প্রত্যাশা করি।’

হানিফ বলেন, ‘আজকে নির্বাচন হচ্ছে। আমরা যতটুকু খবর পেয়েছি, তাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই হচ্ছে। বিএনপি যখন তাদের প্রার্থীর পরাজয়ের আশঙ্কা দেখে, তখন আগে থেকেই তারা নানা ধরনের মিথ্যাচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এখানেও ঠিক এভাবেই চেষ্টা করা হচ্ছে। আজকেও বিএনপির প্রার্থী বলবে, নির্বাচনে ভয়ভীতি দেখানো হচ্ছে। অথচ নির্বাচনের মাঠে সেই ধরনের কোনো পরিবেশ নেই। এমনকি ওখানে যে গণমাধ্যমকর্মীরা আছেন, তারা এই ধরনের কোনো রিপোর্ট দিতে পারেন নাই। বরং একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আমরা আশা করি জনগণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনের ফলাফল, ভোটাররা যা চায় সেটাই হবে। আমরা যেকোনো ফলাফল মেনে নিতে প্রস্তুত আছি।’

তিনি বলেন, ‘এটি একটি স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে প্রার্থীর অনেক বিষয় ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাই এই নির্বাচনে ভোটাররা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তাকে আমরা স্বাগত জানাব।’




রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/নৃপেন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়