ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিদ্যুতের দাম না বাড়ানো ও নিত্যপণ্যে লাগামের দাবি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যুতের দাম না বাড়ানো ও নিত্যপণ্যে লাগামের দাবি

নিজস্ব প্রতিবেদক : লাগামহীনভাবে দিন দিন বেড়ে চলছে নিত্যপণ্যের দাম। এ অবস্থায় আবার বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। তাই চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানানো হয়েছে।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে এ দাবি জানায় চারটি সংগঠন। সংগঠনগুলো হচ্ছে- জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট।

সবাবেশে বক্তারা বলেন, চালসহ সব পণ্যের দাম বাড়ছে। কিন্তু সেদিকে সরকারের মনোযোগ নেই। সরকারের মনোযোগ অন্যদিকে।

তারা বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর তারা ৮ থেকে ৯ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এ বছর বিদ্যুতের দাম দুবার বাড়ানোর পাঁয়তারা করেছে। বিদ্যুতের দাম বাড়লে জনগণের ভোগান্তি বাড়বে। সরকার জনগণের স্বার্থ না দেখে ব্যবসায়ীদের স্বার্থ দেখেছে বলেই বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা শুরু করেছে। এই পাঁয়তারা বন্ধ করতে হবে।

নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, জাতীয় মুক্তি কাউন্সিলের প্রতিনিধি হেমন্ত দাস প্রমুখ।

সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে পল্টনের দিকে রওয়া হন।



রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৭/সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়