ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১১ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ ও নড়াইলের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জাকারিয়া শেখ (৬০) নামে এক বৃদ্ধকে খুলনা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, মোবাইল ফোন নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার পোদ্দারের চর এবং নড়াইলের কালিয়া উপজেলার চর সিংগাতি গ্রামের দুই কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে সদর থানার পুলিশ ও কালিয়া উপজেলার নড়াগাতি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/১১ অক্টোবর ২০১৭/বাদল সাহা/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়