ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাউন্ট এলিজাবেথে পাঠানো হয়েছে ওবায়দুল কাদেরকে

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাউন্ট এলিজাবেথে পাঠানো হয়েছে ওবায়দুল কাদেরকে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বিকেল ৪টার পর সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছা কাদের এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. আবু নাছের রিজভী তার সঙ্গে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইশরাতুন্নেছা কাদেরের মতামতে ওবায়দুল কাদেরের সঙ্গে ডা. নাসেরকে নেওয়া হয়েছে। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদের অসুস্থ হওয়ার পর অধ্যাপক ডা. আবু নাসের রিজভী সার্বক্ষণিক খোঁজখবর নেন। তাদের বাসায় যান। বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন। তাই মিসেস কাদেরের মতামতে এ চিকিৎসককে সঙ্গে দেওয়া হয়েছে।

এর আগে বেলা সোয়া ৩টার পর বিএসএমএমইউ হাসপাতাল থেকে কাদেরকে নিয়ে আইসিইউ ও সিসিইউ সুবিধা সম্বলিত একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়।

এ সময় বিএসএমএমইউয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, সব ধরনের সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সব ধরনের প্রটোকল সুবিধা তিনি পাচ্ছেন।

এদিকে, মন্ত্রিপরিষদ সভায় ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় তার সর্বশেষ পরিস্থিতি অবহিত ও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।

সভা শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়