ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক্ষ ক্ষয়ক্ষতি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক্ষ ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন কর্নেল হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার সকালে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে মার্কেটের অর্ধশতাধিক দোকান ও পাশের কয়েকটি বাড়িঘর পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের চারটি ইউনিটের আটটি গাড়ি দুই ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 



চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা সরোয়ার জাহান জানান, সকাল সাড়ে ৮টার দিকে ফার্নিচারের কারখানায় আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কর্নেল হাট, আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকে আটটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের ভয়াবহতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মীদের বেগ পেতে হয়।

তিনি জানান, দুই ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে অর্ধশতাধিক দোকান, কাঁচা ও সেমিপাকা ঘর পুড়ে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৬ ফেব্রুয়ারি ২০১৮/রেজাউল করিম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়