ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খালি গাড়ি ফিরল ফিরোজায়

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালি গাড়ি ফিরল ফিরোজায়

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান পুরান ঢাকার বকশীবাজারস্থ অস্থায়ী আদালতে এ রায় ঘোষণা করেন।

এদিকে রায় শুনতে বেলা পৌনে ১২টার দিকে গুলশানের নিজ বাসা ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশে তার বহরে থাকা সাতটি গাড়ি নিয়ে বের হন খালেদা জিয়া। ১টা ৫২ মিনিটে আদালতে পৌঁছান খালেদা জিয়া। দুপুর ২টা ১১ মিনিটে রায় পড়তে আদালতে ওঠেন বিচারক। প্রথমেই তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের আদালত থেকে বের করে দেন। এরপর প্রায় ১৫ মিনিট বিচারক মামলার সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। এ সময় খালেদা জিয়াকে বিমর্ষ দেখা যাচ্ছিল। তিনি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রায় শুনছিলেন। ২টা ২৫ মিনিটের দিকে বিচারক রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার পর পুলিশ খালেদা জিয়াকে ঘিরে ফেলে। এ সময় তার কাছে কাউকে যেতে দেওয়া হয়নি। বেলা ২টা ৫০ মিনিটের দিকে কড়া পুলিশি পাহারায় খালেদা জিয়াকে একটি পাজারো গাড়িতে করে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানেই আছেন তিনি।

রায় ঘোষণার সময় খালেদা জিয়ার ব্যবহৃত গাড়িটি ছিল আদালতের খুব কাছেই। সিএসএফের সদস্যরা খালেদা জিয়ার গাড়ির পাশে বসে ছিলেন। তাদের কয়েকজনকে সেখানে বসে কাঁদতে দেখা যায়। খালেদা জিয়া এ গাড়িটি ব্যবহার করতেন বলে জানান এক সিএসএফ সদস্য।

খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর সিএসএফের সদস্যরা গাড়িটি নিয়ে ফিরোজার উদ্দেশে রওনা দেন। একটি অ্যাম্বুলেন্সসহ সাতটি গাড়ি বিকেল ৩টা ৫০ মিনিটে ফিরোজায় ফেরে। বহরে থাকা সবাই ফিরেছেন, ফেরেননি শুধু খালেদা জিয়া।

একই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়