ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ড্র করে দ্বিতীয় রাউন্ডে পর্তুগাল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ড্র করে দ্বিতীয় রাউন্ডে পর্তুগাল

ক্রীড়া ডেস্ক: গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। ড্র করলেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত ক্রিস্টিয়ানো রোনালদোদের।

বিশ্বকাপের পয়ত্রিশতম ম্যাচে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হয়েছিল দুই দল। সারানস্ক স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হয়।

স্কোর: পর্তুগাল ১ : ১ ইরান

পেনাল্টিতে ইরানের শোধ: দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় ইরান। ডি বক্সের ভেতরে বল ক্লিয়ার করতে গিয়ে চেডরিক সোয়ারেসের হাতের স্পর্শ পায়। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ডানপায়ে শট নিয়ে গোল করেন করিম আনসারিফার্ড।

পেনাল্টি মিস রোনালদোর: ৫০ মিনিটে বল নিয়ে ভেতরে ঢোকার সময়ে রোনালদোকে ফাউল করেন ইজাতোলাহি। রোনালদো পেনাল্টির আবেদন করেন। ৫১ মিনিটে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। গোলের সহজ সুযোগটি হাতছাড়া করেন রোনালদো। তার স্পটকিক ঠেকিয়ে দেন ইরানের গোল রক্ষক আলিরেজা ভেরানভান্ড। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ইরানের অধিনায়ক হাজি সাফি।

গোলের দেখা পেল পর্তুগাল: প্রথমার্ধের শেষ মিনিটে গোলের স্বাদ পেল পর্তুগাল। রিকার্ডো কোয়ারেসমার দুর্দান্ত শটে ইরানের রক্ষণ দূর্গ ভাঙে পর্তুগাল। বল নিয়ে ভেতরে ঢোকার সময়ে আন্দ্রে সিলভাকে পাস দেন কোয়ারেসমার। ফিরতি পাসে আবার বল পান কোয়ারেসমার। দুবার বলে টোকা দিয়ে সামনে এগিয়ে ডানপায়ে শট নেন। তার হাওয়ায় ভাসানো বল খুঁজে পায় ইরানের জাল। লিড পেল রোনালদোর পর্তুগাল। 

ড্র করলেই চলবে পর্তুগালের:
ইরানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগালের। স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-৩ গোলে ড্র করে পর্তুগাল। পরের ম্যাচে মরক্কোর বিপক্ষে জেতে ১-০ গোলে।  দলের হয়ে ৪টি গোলই করেন পর্তুগালের অধিনায়ক রোনালদো।

বার্নার্ডো সিলভা আউট, আন্দ্রে সিলভা ইন: ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভাকে বিশ্রাম দিয়েছেন কোচ ফার্নাদো সান্তোস। তার জায়গায় সুযোগ পেয়েছেন এসি মিলানের আন্দ্রে সিলভা।

পরিসংখ্যান: এ নিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ইরান। ২০০৬ বিশ্বকাপে তাদের একবার দেখা হয়েছিল। সেবার পর্তুগীজরা ২-০ গোলে হারিয়েছিল ইরানকে।

গুরু-শিষ্য মুখোমুখি!  পর্তুগালের প্রাক্তন কোচ কার্লোস কুইরোজ বর্তমানে ইরান জাতীয় দলের দায়িত্বে। তার অধীনেই এবার রাশিয়া বিশ্বকাপে খেলছে ইরান। ২০১০ বিশ্বকাপে কুইরোজের অধীনেই খেলেছিলেন রোনালদো। আট বছর পর গুরু-শিষ্য মুখোমুখি।




রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়