ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মানুষের আত্মশুদ্ধি না থাকায় নৈতিক অবক্ষয়’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ৯ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মানুষের আত্মশুদ্ধি না থাকায় নৈতিক অবক্ষয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি চরমোনাই পির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আত্মশুদ্ধি না থাকায় মানুষের নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমেই জননিরাপত্তা ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। রাসূল (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই এই আত্মশুদ্ধি অর্জন করতে হবে।’

সোমবার রাজধানীর গোলাপবাগ খেলার মাঠে বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা দক্ষিণ জেলার শাখার উদ্যোগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

চরমোনাই পির বলেন, ‘সামাজিক ও নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ে জর্জরিত জাতিকে বাঁচাতে হলে রাসূল (সা.) এর অনুপম আদর্শের রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করতে হবে। নৈতিকতা বিবর্জিত জাতিকে ইসলামের সুমহান আদর্শে ফিরিয়ে আনতে হলে ইসলামি অনুশাসনের বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘মিয়ানমারের সন্ত্রাসী জঙ্গি বৌদ্ধ ও সামরিক জান্তারা মুসলমানদের নিশ্চিহ্ন করে দিতে নির্মমতা ও বর্বরতা অব্যাহত রাখছে। নারী ও শিশুদের হত্যা করছে। ধর্ষণ করছে মা-বোনদের। মুসলিম বিশ্বকে এ ঘটনা খাটো করে দেখার সুযোগ নেই। নিজেদের অস্থিত্বের জন্য ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’



রাইজিংবিডি/ঢাকা/৯ অক্টোবর ২০১৭/নঈমুদ্দীন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়