ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রাম থেকে সংসদে যাচ্ছেন ওয়াসিকা ও সনি

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রাম থেকে সংসদে যাচ্ছেন ওয়াসিকা ও সনি

ওয়াসিকা (বায়ে), সনি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদে যাচ্ছেন চট্টগ্রামের এক সময়ের প্রভাবশালী ও প্রয়াত দুই আওয়ামী লীগ নেতার কন্যা।

মনোনয়ন পাওয়া এই দুই নারী হলেন প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের কন্যা ওয়াসিকা আয়েশা খান এবং প্রয়াত ফটিকছড়ি উপজেলার সংসদ সদস্য রফিকুল আনোয়ারের একমাত্র কন্যা খদিজাতুল আনোয়ার সনি।

শুক্রবার রাতে কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড তাদের নাম ঘোষণা করে।

বাবার মৃত্যুর পর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন এই দুই নারী নেত্রী। এদের মধ্যে ওয়াসিকা আয়েশা খান গত ১০ম সংসদেও আনোয়ারা উপজেলা থেকে সংসদ সদস্য ছিলেন। উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য খদিজাতুল আনোয়ার সনি বাবার মৃত্যুর পর থেকে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

চট্টগ্রামের ত্যাগী দুই রাজনীতিকের কন্যা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতৃত্ব প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/০৯ ফেব্রুয়ারি ২০১৯/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়