ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ২৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

ক্রীড়া ডেস্ক : কর ফাঁকির মামলায় লিওনেল মেসির আপিল খারিজ করে দিয়েছে স্প্যানিশ আদালত। এর একদিন পরই এবার ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তুলেছে স্প্যানিশ ট্যাক্স অ্যাজেন্সি।

২০১১ সাল থেকে ২০১৪ পর্যন্ত রোনালদো ১৫ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ স্প্যানিশ ট্যাক্স অ্যাজেন্সির। অভিযোগ প্রমানিত হলে মেসির মতো শাস্তির মুখে পড়তে হবে রোনালদোকে। সবকিছু যাচাই-বাছাই শেষে জুনে রোনালদোর ব্যাপারে মামলা করার সিদ্ধান্ত নেবে স্প্যানিশ প্রসিকিউটররা। অভিযোগ প্রমানীত হলে ১৫ মাসের জেল হতে পারে ৩২ বছর বয়সি রোনালদোর।

রোনালদোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে ব্রিটিশ ভার্জিন দ্বীপে অর্থ বিনিয়োগে ট্যাক্স ফাঁকি দিয়েছেন তিনি। যদিও্ স্পেনের ট্যাক্স অফিসিয়ালরা বলেছেন, ২০১৪ সালে অতিরিক্ত ৬ মিলিয়ন ইউরো পরিশোধ করে সামাঞ্জ্যস্য এনেছিলেন রোনালদো। তবে নতুন করে তোলা অভিযোগ প্রমানীত হলেও জেলে যেতে হবে না তাকে। প্রথমবারের মতো অহিংস অপরাধ এবং কারাদন্ড দুই বছরের কম হলে স্প্যানিশ আইন অনুযায়ী জেলে যেতে হয় না।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়