ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বৃৃষ্টিতে স্থগিত ওয়ালটন আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনাল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩১, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃৃষ্টিতে স্থগিত ওয়ালটন আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক : আজ বুধবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেয়িামে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ালটন ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি টানা বর্ষণের কারণে স্থগিত করা হয়েছে।

কয়েকদিন টানা বৃষ্টির কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ফাইনাল ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি। পরে ফাইনাল ম্যাচের তারিখ জানিয়ে দেওয়া হবে।

টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম বলেন, ‘এভাবে টানা এত বৃষ্টি হবে আমরা কেউই ভাবতে পারিনি। যেহেতু আমরা ফাইনাল ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে করতে চেয়েছি। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে মাঠে খেলা চালানো সম্ভব নয়। এ জন্য আমরা ফাইনাল ম্যাচটি আপাতত স্থগিত করলাম। এ জন্য আমরা সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। পরিস্থিতি স্বাভাবিক হলে ফাইনাল ম্যাচের পরবর্তী তারিখ আমরা সবাইকে জানিয়ে দিব। ’




রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/আমিনুল/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়