ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘বিশ্বসেরা হতে ভারতকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে জিততে হবে’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিশ্বসেরা হতে ভারতকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে জিততে হবে’

ক্রীড়া ডেস্ক : ‘টেস্ট র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান দল ভারত। তারা বিশ্বের সেরা দল। তারা শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারে। ঘরের মাঠে তারা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে পারে। কিন্তু বিশ্বসেরা দল হতে হলে ভারতকে অবশ্যই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে জিততে হবে। ভিন্ন কন্ডিশনে খেলতে গেলেই ভারত আসল চ্যালেঞ্জ টের পাবে।’

এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক।

ভারত কখনো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতেনি। জিতেনি অস্ট্রেলিয়ার মাটিতে। ইংল্যান্ডের মাটিতে অবশ্য জিতেছে। ভারত নিজেদের বিশ্বসেরা দল দাবি করে। তারা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিততে পারলে তাদের এই দাবি সঠিক বলে গণ্য হবে বলে মনে করেন ক্লার্ক।

পাশাপাশি তিনি এও জানিয়েছেন ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। যেমনটা ভারতকে হতে হয় অস্ট্রেলিয়ার মাটিতে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়