ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লিগে সেরা চার থেকে ছিটকে পড়ল রিয়াল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২০, ২১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লিগে সেরা চার থেকে ছিটকে পড়ল রিয়াল

ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ লা লিগায় গতকাল রাতে লেভান্তের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েয়েছে ভিয়ারিয়াল। আর এ জয়ে রিয়াল মাদ্রিদকে পয়েন্ট টেবিলের পাঁচে ঠেলে দিয়ে চারে উঠে এসেছে ভিয়ারিয়াল।

সম্প্রতি লা লিগায় ধুঁকছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলে লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। দলটির তারকা খেলোয়াড়রা ফর্মহীনতায় থাকায় এতদিন দলটির লিগ টেবিলে সেরা চারে থাকা নিয়ে শঙ্কা তেরি হয়েছিল। আজ দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামার আগেই পয়েন্ট টেবিলের সেরা চার অবস্থান থেকে বাইরে চলে যেতে হলো জিনেদিন জিদানের দলটিকে। তবে আজকের ম্যাচে জিতলে আবারও সেরা চারে চলে আসার সুযোগ থাকবে তাদের।

লেভান্তের বিপক্ষে জয়ে লা লিগায় ২০ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে উঠে এসেছে ভিয়ারিয়াল। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে এখন তালিকার পঞ্চম স্থানে  রিয়াল মাদ্রিদ। লা লিগার সঙ্গে উয়েফা চ্যাম্পিয়নস লিগেও বর্তমান শিরোপাধারী দল রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা ধরে রাখতে হলে টেবিলের সেরা চারে থেকে শেষ করতে হবে তাদের। বর্তমান বাজে ফর্ম থেকে বেরিয়ে আসতে না পারলে চ্যাম্পিয়নস লিগেও বিপদ হতে পারে রোনালদো-বেল-বেনজেমাদের।



রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়