ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

মাশরাফির ‘রিপ্লেসমেন্ট’ সাইফউদ্দিন!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাশরাফির ‘রিপ্লেসমেন্ট’ সাইফউদ্দিন!

ক্রীড়া প্রতিবেদক : পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে মাশরাফি বিন মুর্তজার ‘রিপ্লেসমেন্ট’ হিসেবে ভাবছেন প্রধান কোচ স্টিভ রোডস।

ফেনির সাইফউদ্দিনকে নিয়ে এর আগেও এমন স্বপ্ন দেখেছিল অনেকে। মাশরাফি নিজেও সাইফউদ্দিনকে পছন্দ করেন। তাকে নিয়ে বড় স্বপ্ন মাশরাফিরও। কিন্তু জাতীয় দলে অভিষেকের পর বড় কোনো সাফল্য নেই সাইফউদ্দিনের। দল থেকে বাদ পড়েছেন। আবার দলে ফিরেছেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে বলার মতো কোনো পারফরম্যান্স নেই তার। তবুও তাকে আরেকটি সুযোগ দেওয়ার পক্ষে অধিনায়ক। তাইতো জিম্বাবুয়ে সিরিজে তাকে দলে রেখেছেন নির্বাচকরা।

তার থেকে এ সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সের প্রত্যাশায় কোচ রোডস। তার ভাষ্য, ‘আমরা সাইফউদ্দিনকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি। সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য তার রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিজ্ঞতা রয়েছে। দল থেকে বাদ পড়ার পর আবার ফিরে এসেছে। এবার তার থেকে পরিপক্ক পারফরম্যান্সের প্রত্যাশা করছি।’

মাশরাফির ‘রিপ্লেসমেন্ট’ হিসেবে তাকে ভাবা হচ্ছে বলে মন্তব্য করেছেন রোডস, ‘মাশরাফির ইনজুরির প্রবণতা রয়েছে। সম্প্রতি ইনজুরিতে পড়েছিল। তার রিপ্লেসমেন্ট হিসেবে আমাদের কাউকে না কাউকে ভাবতে হবে। আমরা সাইফউদ্দিনকে সেই সুযোগটি করে দিচ্ছি। ও যেন রিপ্লেসমেন্ট হতে পারে সেজন্য তাকে প্রস্তুত করছি। আমি ব্যক্তিগতভাবে তার আগ্রাসন ও মনোভাব পছন্দ করি। যথেষ্ট শক্তিশালী ও।’

ঘরোয়া ক্রিকেটে ব্যাট-বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন সৌম্য সরকার। বাঁহাতি ব্যাটসম্যানের পারফরম্যান্সে সন্তুষ্ট রোডস।

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে সবশেষ ম্যাচে দুই ইনিংসে ৭৬ ও ৭১ রান করেন সৌম্য। বল হাতে প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। তার অলরাউন্ডার পারফরম্যান্সে খুলনা জিততে না পারলেও দারুণ পারফরম্যান্স করেছে। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তার হাতে।

জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে ভালো করায় তাকে নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন রোডস। বৃহস্পতিবার জাতীয় দলের অনুশীলন শেষে রোডস বলেছেন, ‘সৌম্যর দুটি ৭০ রানের ইনিংসে আমি উচ্ছ্বসিত। পাশাপাশি জাতীয় লিগের ম্যাচে ও পাঁচ উইকেটও পেয়েছে। সঠিক সময়ে ও পারফর্ম করেছে। পারফেক্ট টাইমিং। আমি ওর সঙ্গে কথা বলেছি। ও এমন একজন খেলোয়াড় যে নিজ থেকে পারফর্ম করতে মুখিয়ে থাকে। আশা করছি এভাবে পারফর্ম করতে থাকবে এবং মূল দলে ফিরে এভাবেই পারফর্ম করে যাবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়