ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না গুনাথিলাকার

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না গুনাথিলাকার

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান দানুস্কা গুনাথিলাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তার গড় ছিল ৪৮.৩৩। টি-টোয়েন্টিতেও তার কাছে থেকে ভালো পারফরম্যান্সের প্রত্যাশায় ছিল শ্রীলঙ্কার ক্রিকেটভক্তরা। কিন্তু সেটা আর হচ্ছে না। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে খেলা হচ্ছে না তার। এমনকী অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও খেলতে পারবেন না তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়েন গুনাথিলাকা।

তার ইনজুরির বিষয়ে প্রধান নির্বাচক অশান্থা ডি মেল বলেন, ‘ফিল্ডিং করার সময় তার মেরুদন্ডের ডিস্কে হয়তো কিছু হয়েছে। কারণ সে নড়তে পারছিল না। আমাকে বলা হয়েছে যে এর আগেও তার এমন ইনজুরি হয়েছিল। আর এটা তখনই ঘটে যখন জাম্প করে ফিল্ডিং করার চেষ্টা করা হয়।’

ওয়ানডে সিরিজে রান পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ফ্লপ ছিলেন গুনাথিলাকা। তবে ওয়ানডেতে তিনি ৪৩, ৭১ ও ৩১ রানের ইনিংস খেলেছেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়