ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সন্দ্বীপে নৌকাডুবি : নিখোঁজ ১৮ জনের নাম প্রকাশ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সন্দ্বীপে নৌকাডুবি : নিখোঁজ ১৮ জনের নাম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :  সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে বঙ্গোপসাগরে নৌকাডুবির (লাল বোট) ঘটনায় উপজেলা মানবাধিকার কমিশন পরিবারের বরাত দিয়ে নিখোঁজ ১৮ জনের নাম প্রকাশ করেছে।

অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে চার জনের লাশ উদ্ধার এবং ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া কেউ নিখোঁজ থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য দাপ্তরিক ঘোষণা দিয়েছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সন্দ্বীপ উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোকতাদের আজাদ খান রাইজিংবিডিকে বলেন, সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় এখনো ১৮ জন নিখোঁজ রয়েছে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ১৮ জনের নাম প্রকাশ করেছি।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- সন্দ্বীপের শিক্ষক ওসমান গনি, আনোয়ার হোসেন শিপন, ইউসুফ আলম সুমন, হাফেজ আমিনুর রসুল (বাতেন মার্কেট), শামসুদদ্দিন (টেকনাফ), নিজাম মোস্তফা (বিরের গো বাড়ি, বাউরিয়া), কামরুজ্জামান (ইনসেপ্টা কোম্পানির এস আর), তাহসিন মুসলিম (৬) (মান্দির বাড়ি, মুছাপুর), নিহা (৫) (মান্দির বাড়ি, মুছাপুর), হাফিজুর রহমান (সুরমা পাটোয়ারি বাড়ি, মুছাপুর), মাঈন উদ্দিন (গনি মিয়ার বাড়ি, কাছিয়াপাড়), আবদুল হক (ফেনী), ইউছুপ আবদুল খালেক (কালাম দফাদার বাড়ি, রহমতপুর), মাসুদ মো. আজিজ (মুছাপুর ৭ নম্বর ওয়ার্ড), হাসান, সামান্তা, রাবেয়া আক্তার (৪ নম্বর ওয়ার্ড, বাউরিয়া), প্রকৌশলী তানভীর মো. জোবায়েদ,পানি উন্নয়ন বোর্ড, সন্দ্বীপ।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নৌকাডুবির ঘটনায় কেউ নিখোঁজ থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জানানোর জন্য ইতিমধ্যে দাপ্তরিক নোটিশ জারি করা হয়েছে।

ইতিমধ্যে চারজনের লাশ এবং প্রায় ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো কাজ করছে কোস্টগার্ডের পূর্ব জোনের শার্কবোড এবং জাহাজ। এ ছাড়া ঘটনাস্থলে রয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরিরাও।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় সন্দ্বীপ ঘাটের কাছে একটি বড় সি ট্রাক থেকে লাল বোট নামে ছোট নৌকায় প্রায় ৪০ জন যাত্রী গুপ্তছড়া ঘাটের দিকে যাওয়ার সময় উল্টে যায়।




রাইজিংবিডি/চট্টগ্রাম/৩ এপ্রিল ২০১৭/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়