ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আবদুল কালামের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৯ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবদুল কালামের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী ড. এ পে জি আবদুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্ষমতাসীন সরকারের শরিক দল ওয়ার্কার্স পার্টি।

 

বুধবার ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করেন দলের সভাপতি ও বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

 

বিবৃতিতে তারা বলেন, ‘বিচক্ষণ বিজ্ঞানী আবুল কালাম ছিলেন আধুনিক ভারতের পথ প্রদর্শক। মানবদরদি, অসাম্প্রদায়িক ও বিজ্ঞানমনষ্ক এই মহান ব্যক্তির মৃত্যুতে উপমহাদেশ একজন শ্রেষ্ঠ মানুষকে হারাল, যা এক অপূরণীয় ক্ষতি।’

 

২৭ জুলাই ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে সন্ধ্যায় হার্ট অ্যাটাকে মারা যান আবদুল কালাম। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি ছিলেন।

 

১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর একটি ছোট শহরে জন্ম নেওয়া এ পি জে আব্দুল কালাম ২০০২ সাল থেকে ২০০৭ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৫/এনআর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়