ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আমি সম্পূর্ণ নির্দোষ : রকিবুর রহমান

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ১১ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমি সম্পূর্ণ নির্দোষ : রকিবুর রহমান

অর্থনৈতিক প্রতিবেদক : নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রাক্তন প্রেসিডেন্ট মো. রকিবুর রহমান। তিনি চিটাগাং সিমেন্ট ক্লিংকার গ্রাইন্ডিং কোম্পানি লিমিটেডের (বর্তমানে হাইডেলবার্গ সিমেন্ট) শেয়ার কেলেঙ্কারি মামলার অন্যতম আসামি।

 

রোববার পুঁজিবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে রকিবুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, ‘আমি ১৯৯০ সালে সাধারণ সভায় চিটাগাং সিমেন্টের পরিচালক হিসেবে নির্বাচিত হই। আর কমিশনের জারি করা ১৯৯৬ সালের ৪ ডিসেম্বরের প্রজ্ঞাপন মেনে ১৯৯৭ সালের ১৯ মার্চ পদত্যাগ করি। সেই থেকে ওই কোম্পানির আর পরিচালক ছিলাম না।’

 

তিনি আরো বলেন, ‘এর আগে ১৯৯৬ সালের জুন থেকে ডিসেম্বরে আমি কোনো শেয়ার বিক্রয় করিনি। বরং বোনাস শেয়ার ও রাইট শেয়ারের কারণে তা বেড়ে দ্বিগুণ হয়। আমি ও আমার ব্রোকারেজ হাউজ আজ পর্যন্ত কোনো ধরনের অনিয়ম করিনি।’

 

তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। বিএসইসি অধ্যাদেশ, ১৯৬৯ এর ১৭ ধারার কোনো অপরাধ করিনি। যেসব অভিযোগে অভিযুক্ত করা যায় তার কোনোটি করিনি। তাই আদালতের কাছে সুষ্ঠু বিচার পাব বলে আশা করি।’

 

রকিবুরের বক্তব্য শেষে মামলার সাফাইসাক্ষী গ্রহণের জন্য আগামী ১৪ অক্টোবর বুধবার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এ দিন শুধু মামলার আরেক আসামি এ এস শহুদুল হক বুলবুলের পক্ষে সাফাইসাক্ষী গ্রহণ হবে। সাফাইসাক্ষ্য দেবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সেক্রেটারি শেখ মোহাম্মদ উল্লাহ ও প্রাক্তন ডিডি সরকার আলী আক্তার।

 

মামলার দুই আসামি মো. রকিবুর রহমান ও আবু তৈয়ব আদালতে লিখিত বক্তব্য প্রদান করায় তারা আর সাফাইসাক্ষ্য দেবেন না।

 

এ সময় আসামি আবু তৈয়বের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতে তার বক্তব্য পেশ করেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৫/নিয়াজ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়