ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

ইউএস ওপেন থেকে নিশিকোরির বিদায়

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৪, ১ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউএস ওপেন থেকে নিশিকোরির বিদায়

কেই নিশিকোরি

ক্রীড়া ডেস্ক : ইউএস ওপেনে গতবারের ফাইনালিস্ট ছিলেন কেই নিশিকোরি। সেবার ফাইনালে মারিন  চিলিচের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল জাপানের এই টেনিস তারকার।

 

গতবার শিরোপা খোয়ালেও ইউএস ওপেনের এবারের আসরে অধরা স্বপ্ন পূরণের আশায় বুক বেঁধেছিলেন নিশিকোরি। কিন্তু বছরের শেষ গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই যে বিদায় নিয়েছেন এই জাপানিজ। গতবারের রানার আপকে বিদায় করে শুরুতেই অঘটনের জন্ম দিয়েছেন ফ্রান্সের বেনোইট পাইরে।

সোমবার রাতে প্রথম রাউন্ডে তিন ঘণ্টা ১৪ মিনিটের লড়াইয়ে নিশিকোরিকে ৬-৪, ৩-৬, ৪-৬, ৭-৬ (৬), ৬-৪ গেমে হারান পাইরে।

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ে বেশ হতাশ নিশিকোরি। ম্যাচ শেষে এই জাপানিজ বলেন, ‘যেকোনো প্রতিযোগিতার প্রথম রাউন্ডে হেরে যাওয়াটা সবসময়ই খুব কষ্টের। কিন্তু আমি মনে করি, ও (পাইরে) দারুণ খেলেছে। তাই বলে এমন না যে, আমি খুব খারাপ খেলেছি। তবে দারুণ খেলতে পারিনি। আর প্রথম রাউন্ডের ম্যাচ কখনোই সহজ হয় না।’

 

 


রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৫/পরাগ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়