ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গ্রন্থমেলায় নেই মিডিয়া সেন্টার

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় নেই মিডিয়া সেন্টার

নিজস্ব প্রতিবেদক : গতকাল সোমবার শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। বইমেলায় ইতিমধ্যে পাঠক ও লেখকদের আনাগোনা শুরু হয়েছে। বাঙালির প্রাণের মেলার সংবাদ সংগ্রহ করতে সেখানে হাজিরা দিচ্ছেন সংবাদকর্মীরাও। কিন্তু বইমেলার তথ্য সরবরাহের জন্য সেখানে এখনো কোনো মিডিয়া সেন্টার স্থাপন করা হয়নি।

 

মঙ্গলবার মেলার দ্বিতীয় দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, গত বছর যে স্থানে মিডিয়া সেন্টার ছিল, সেখানে কিছু শ্রমিক কাজ করছেন।

 

এক শ্রমিক জানান, আমাদের বাংলা একাডেমির পক্ষ থেকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এখানে মিডিয়া সেন্টার হবে। আশা করি, দুই-একদিনের মধ্যে কাজ শেষ হবে।

 

একজন সাংবাদিক বিরক্তি প্রকাশ করে বলেন, ‘আমরা অনলাইন পত্রিকায় কাজ করি। প্রতি মুহূর্তের খবর দিতে হয়। প্রতিবছর এখানে মিডিয়া সেন্টার থাকলেও এ বছর তা এখনো দেখছি না। ফলে নিউজ পেতে ব্যাপক সমস্যা হচ্ছে।’

 

এ বিষয়ে বাংলা একাডেমির পরিচালক সাহিদা খাতুনকে ফোন করলে তিনি বলেন, ‘আমি মিটিংয়ে আছি। ১৫-২০ মিনিট পরে ফোন দেন।’ পরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৬/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়