ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের সিরিজ জয়

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ৩০ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জয়ের পর দূর্দান্ত ছন্দে রয়েছে আফগানিস্তান। পাকিস্তানি কোচ ইনজামাম-উল হকের হাতে পড়ে ক্রমেই উৎকর্ষের পথে রয়েছে দলটি।

আবুধাবিতে এবার টি-টোয়েন্টিতে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। যদিও এবার তাদের প্রতিপক্ষ ছিল আইসিসির সহযোগী সদস্য ওমান। দলটির বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে ২৭ রানে জয় পায় আফগানিস্তান। দ্বিতীয়টিতে কিছুটা কষ্ট হলেও শেষপর্যন্ত ১২ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান।

সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬০ রান করে আফগানিস্তান। দলটির হয়ে মোহাম্মদ শাহজাদ সর্বোচ্চ ৬০ রান করেন। তাছাড়া শফিকুল্লাহ ৩২ এবং করিম সাদিক ২৪ রান করেন।

বল হাতে ওমানের হয়ে দুটি করে উইকেট পান বিলাল খান, জিসহান মাকসুদ।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ওমান। দলটির হয়ে খাওয়ার আলী সর্বোচ্চ ৩৮ রান করেন। তাছাড়া যতীনদার সিং ২৮ ও জিসহান মাকসুদ ২৪ রান করেন। ওভারের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে না পারায় শেষপর্যন্ত ১২ রানে হেরে যায় ওমান।
বল হাতে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ইয়ামিন আমাদজাই। তাছাড়া রোখান ও সাঈদ শিরজাদ দুটি করে উইকেট পান।

 

 

 


রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ২০১৫/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়