ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নারীদের অগ্রগতি ছাড়া রাষ্ট্রের উন্নতি সম্ভব নয় : প্রধানমন্ত্রী

রফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারীদের অগ্রগতি ছাড়া রাষ্ট্রের উন্নতি সম্ভব নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগে ভাবা হতো, নারীরা পুরুষের মতো উচ্চ পদে কাজে দক্ষতার পরিচয় দিতে পারবে না। এসব পদে মেয়েদের নিয়োগের ব্যবস্থা করেছি। তারা প্রমাণ করেছেন, তারাও পারেন। আমি বিশ্বাস করি, নারীদের অগ্রগতি ছাড়া রাষ্ট্রের উন্নতি সম্ভব নয়। তাই এসব পদক্ষেপ নিয়েছি।’

 

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস উইমেন নেটওয়ার্কের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

ঘরের কাজে নারীদের সহযোগিতা করতে পুরুষদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের দেশের অনেক স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন। স্বামী ঘরে এসে বলেন, উফ ভীষণ ক্লান্ত। এক কাপ চা দাও তো। অথচ নারীরাও ক্লান্ত থাকেন। এই অবস্থায় পুরুষরাও কিন্তু স্ত্রীর কাজে সহযোগিতা করতে পারেন। খাওয়া-দাওয়ার পর টেবিল পরিস্কার করতে পারেন। নারী-পুরুষ কাজ ভাগাভাগি করে নিলে সব কাজই সুন্দর হবে।’

 

ছেলে সজীব ওয়াজেদ জয়ের উদাহরণ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘সে এবং তার স্ত্রী দুজনই কাজ করেন। বাসায়ও দুজন কাজ ভাগ করে নেন। কাজ পারি না- এ কথা বললে হবে না, শিখে নিতে হবে। স্ত্রীকে সহায়তা করতে হবে।’

 

বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,‘আপনারা জানেন, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা সবাই নারী। বাংলাদেশে আজ সব ক্ষেত্রে নারীরা তাদের অর্জন নিশ্চিত করছে। নারীদের এই এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়