ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পান্ট-ঝড়ে দিল্লির বড় জয়

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৪, ৪ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পান্ট-ঝড়ে দিল্লির বড় জয়

শট খেলছেন ঋষভ পান্ট

ক্রীড়া ডেস্ক : ঋষভ পান্টের ঝোড়ো ব্যাটিংয়ে আইপিএলে বড় জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। গুজরাট লায়ন্সকে ৮ উইকেটে হারিয়েছে জহির খানের নেতৃত্বাধীন দলটি।

রাজকোটে মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে গুজরাটের ওপরের দিকের তিন বিদেশি ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ, ব্রেন্ডন ম্যাককালাম ও অ্যারন ফিঞ্চের কেউই জ্বলে উঠতে পারেননি। স্মিথ (১৫) ছাড়া বাকি দুজন তো দুই অঙ্কই ছুঁতে পারেননি।

মিডল অর্ডারে দিনেশ কার্তিকের ৫৩, রবীন্দ্র জাদেজার অপরাজিত ৩৬ ও অধিনায়ক সুরেশ রায়নার ২৪ রানের সুবাদে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৪৯ রান তুলেছিল গুজরাট।

ঋষভ পান্ট ও কুইন্টন ডি ককের ১১৫ রানের উদ্বোধনী জুটিতে ভর করে গুজরাটের করা ১৪৯ রান অনায়াসেই পেরিয়ে গেছে দিল্লি।

৬ রানের ব্যবধানে দুই ওপেনারের বিদায়ের পর সঞ্জু স্যামসন ও জেপি ডুমিনির ২৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দিল্লি।

মাত্র ৪০ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন পান্ট। ৪৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৬ রান করেন ডি কক। এ ছাড়া স্যামসন ১৯ ও ডুমিনি ১৩ রানে অপরাজিত ছিলেন।

৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি। হারলেও ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে গুজরাট।

 


রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়