ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাহাড়ী কন্যা

আইরীন নিয়াজী মান্না || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১৬ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাহাড়ী কন্যা

অলংকরণ : সংগৃহীত

আইরীন নিয়াজী মান্না

কোন পাহাড়ে বসত তোমার
কোথায় তোমার ঘর
আমরা তোমার বন্ধু সবাই
নইতো কেউই পর।

পাখপাখালি বন্ধু তোমার
বন্ধু দূরের গাঁও;
মং নদীতে ভাসিয়ে বেড়াও
ছোট্ট ডিঙি নাও।

বাঁশির সুরে সকাল তোমার
পাখির শিষে ঘুম
দূর পাহাড়ে শস্য ফলাও
আর ফলাও জুম।

আলতা পায়ে ঘুরে বেড়াও
সকাল বিকেল দুপুর
পাহাড় নাচে তোমার ছোঁয়ায়
পায়ে পাতার নূপুর।

ঘাগড়া পরা কন্যা তুমি
মিষ্টি তোমার হাসি;
মুক্তো ঝরা হাসি
ভীষণ ভালোবাসি।

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৪/তাপস রায়

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়