ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পুলিশের ১৪ কর্মকর্তাকে রদবদল

জিসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ৩১ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের ১৪ কর্মকর্তাকে রদবদল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

 

সোমবার দুপুরে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম-সচিব আ শ ম ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত ( স্বাক্ষর ৩০ আগস্ট) ওই বার্তায় বলা হয়েছে, পুলিশ সদর দফতরের ডিআইজি মোহাম্মদ নাজিবুর রহমানকে সিআইডির ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে। বিএমপির (বরিশাল বিভাগ) পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) শৈবাল কান্তি চৌধুরীকে পুলিশ সদর দফতরের ডিআইজি (চলতি দায়িত্বে) পদে বদলি করা হয়েছে।

 

পুলিশ সদর দফতরের ডিআইজি (চলতি দায়িত্ব) মো. লুৎফর রহমান মণ্ডলকে বিএমপির (বরিশাল বিভাগ) পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে।

 

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার হাবিবুর রহমান খানকে বিএমপির (বরিশাল) উপ-কমিশনার, কেএমপির উপ-পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীকে (মিশন থেকে সদ্য প্রত্যাগত) সিএমপির উপ-পুলিশ কমিশনার, এসবির অতিরিক্ত পুলিশ সুপার সামসুন নাহারকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির উপ-কমিশনার (অস্ট্রেলিয়ায় প্রেষণে থেকে অধ্যয়ন শেষে ফেরত) মুনিবুর রহমানকে ময়মনসিংহ (মুক্তাগাছা) ২য় এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার), এসবির বিশেষ পুলিশ সুপার ফারহাত আহমেদকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে বিশেষ পুলিশ সুপার (এসবি), বিএমপির উপ-পুলিশ কমিশনার শোয়েব আহমেদকে ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার (এসপি) পদে, বরিশাল আরআরএফ এর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. শহীদুল্যাহ চৌধুরীকে খুলনার ৩য় এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) পদে এবং আরএমপির উপ-পুলিশ কমিশনার (রাজশাহী) এ কে এম আওলাদ হোসেনকে ট্যুরিস্ট পুলিশের সুপার (এসপি) পদে বদলি করা হয়েছে।

 

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৫/জিসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ