ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বয়াতিরা দেশীয় সংগীতের ধারাকে সমৃদ্ধ করেছেন’

ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ২১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বয়াতিরা দেশীয় সংগীতের ধারাকে সমৃদ্ধ করেছেন’

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাঙালির সংস্কৃতির প্রতিনিয়ত চর্চা নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক করে গড়ে তুলবে।

 

তিনি বলেন, ‘সংস্কৃতি আমাদের নতুন নতুন জগৎ সৃজনের মাধ্যমে চিন্তা ও মননের ক্ষেত্র বিকশিত করে। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক পরিবর্তনের মাঝে সমন্বয় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন।’

 

আব্দুর রহমান বয়াতির ৮০তম জন্মদিন উপলক্ষে সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, ‘বয়াতিরা আমাদের দেশীয় সংগীতের ধারাকে সমৃদ্ধ করেছেন। ধর্ম যার যার, সংস্কৃতি ও আনন্দ সকলের। জীবনের সুখ-দুঃখ, বঞ্চনা-প্রাপ্তি, হাসি-কান্না এবং জীবন সৃজনের মহত্ত্ব ও রহস্য নিয়ে বয়াতি শিল্পীরা সংগীত পরিবেশন করে যুগ যুগ ধরে আমাদের উৎসব মুখর রেখেছেন।

 

আব্দুর রহমান বয়াতির সৃষ্টির কথা স্মরণ করে তিনি বলেন, ‘তার জন্য একটি ফাউন্ডেশন করা হলে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

 

সাংবাদিক ও গীতিকার আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গীতিকবি শহীদুল্লা ফরায়েজী ও কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৬/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়