ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাবির গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বর্জন ঘোষণা

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবির গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বর্জন ঘোষণা

শিক্ষক আকতার জাহান জলি ও শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহান জলি ও শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু ‘হত্যার’ বিচার দাবিতে সাতদিনের ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।

 

আগামীকাল বুধবার থেকে ৮ নভেম্বর তারা এ কর্মসূচি পালন করবেন। তবে পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

 

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী জুলহক জুয়েল বলেন, ‘শিক্ষক আকতার জাহান জলি ও শিক্ষার্থী লিপু হত্যার তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় আমরা হতাশ। তাই সুষ্ঠু তদন্তের দাবিতে আগামীকাল ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আমরা ক্লাসে বসবো না। তবে বিভাগের পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।’

 

এদিকে লিপু হত্যার বিচার দাবিতে আগামীকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বিক্ষোভ মিছিল করবে বিভাগের শিক্ষার্থীরা । 

 

এ বিষয়ে বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো।’

 

প্রসঙ্গত, ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিকেলে লিপুর চাচা বাদী হয়ে নগরীর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

এর আগে গত ৯ সেপ্টেম্বর জুবেরি ভবনের নিজ কক্ষ থেকে শিক্ষক আকতার জাহান জলির লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন মতিহার থানায় আত্মহত্যায় প্ররোচণার মামলা দায়ের করেন জলির ভাই কামরুল হাসান।

 

 

রাইজিংবিডি/রাবি/১ নভেম্বর ২০১৬/মেহেদী হাসান/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়