ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

মেসিকে নিয়ে যা বললেন মার্টিনো

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসিকে নিয়ে যা বললেন মার্টিনো

লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক : সাম্প্রতিক সময়ে ফুটবলে অসাধারণ পারফরম্যান্স করলে অনেক তারকা ফুটবলারকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হয়। আবার উদীয়মান কোনো তারকা মেসিকেও ছাড়িয়ে যাবেন বলে উৎসাহিত করেন অনেকে। তবে মেসির দেশি কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন, মেসি হওয়া নাকি অনেক কঠিন।

 

বার্সেলোনার জার্সিতে প্রায় এক যুগ ধরে খেলে বিশ্বফুটবলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেসি। কাতালানদের হয়ে এ পর্যন্ত ৪ টি চ্যাম্পিয়নস লিগ ও ২৭টির মতো অনান্য শিরোপা জিতেছেন তিনি। তাই আর্জেন্টাইন এই তারকাকে নিজেদের অস্তিত্বের প্রতীক বলেও মনে করেন বার্সা কর্তা ব্যাক্তিরা।

 

ক্লাব ছাড়া দেশের জার্সিতে বেশ উজ্জ্বল মেসি। এক বিশ্বকাপ জিতলে আর্জেন্টিনার হয়ে আরও চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। তারপরও আর্জেন্টিনার মতো একটি বড় দলের দায়িত্ব নিয়েও স্বাচ্ছন্দে খেলেন তিনি। দারুণ ফর্মে থাকা এই তারকার প্রশংসা করে আর্জেন্টিনার বর্তমান কোচ মার্টিনো বলেন, ‘আমাদেরকে বুঝতে হবে, লিওনেল মেসির মতো হওয়া কতটা কঠিন। একজন গ্রেট ফুটবলার হয়েও তিনি সাধারণের মতো আচরণ করেন। তার কথাবার্তা ও আচরণ একজন সাধারণ মানুষের মতোই। স্বাভাবিক মানুষের মতোই তার বন্ধু-বান্ধব এবং পরিবার রয়েছে। তার জীবনেও মাঝে মাঝে সমস্যা আসে।’

 

মার্টিনো আরও বলেন, ‘মেসি এখনও সবকিছু অর্জন করতে পারেননি। প্রত্যেকেরই পরিস্কার হওয়া দরকার তার জীবনটাও ফুলশয্যার মতো নয়। ফুটবলে সবকিছুই তার পক্ষে যায়নি। আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতার চাপটা এখনও তার মাথার উপর রয়েছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৬/শামীম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়