ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শ্রমিক অধিকার নিয়ে রেডিও শো

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ৩ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রমিক অধিকার নিয়ে রেডিও শো

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

অর্থনৈতিক প্রতিবেদক : শ্রমিকের অধিকার ও কর্তব্য নিয়ে সচেতনতা বাড়াতে শুক্রবার শুরু হচ্ছে রেডিও শো ‘আমার শ্রম, আমার অধিকার’। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে বাংলাদেশ সরকার ও নরওয়ের সহাহতায় এটি রেডিও টুডে-তে (এফএম ৮৯.৬) অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রেডিও শোটির উদ্বোধন ঘোষণা করেন।

 

প্রতি শুক্রবার বিকেল ৫টায়। মোট ১৬ পর্বের এ শোটির প্রথম পর্বের আলোচনার বিষয় থাকবে ‘উৎসব ভাতা ও বোনাস’।

 

অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, ‘শ্রমিক ভাই-বোনেরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারবেন। শ্রমিকের অধিকার, শ্রম আইন ও শ্রমিক-মালিক সম্পর্ক বিষয়ে তথ্যবহুল আলোচনা থাকবে এই অনুষ্ঠানে।’

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘শ্রমিকের অধিকারের সঙ্গে তাদের দায়িত্ব সম্পর্কেও জানতে হবে। কারখানার ভিতরে ও বাইরে সবাইকে অনুষ্ঠানটি শোনার জন্য অনুরোধ করছি।’

 

আইএলও বাংলাদেশ অফিসের পরিচালক শ্রীনিভাস রেড্ডী বলেন, ‘বাংলাদেশে শিল্প-সম্পর্ক উন্নয়নে এই রেডিও শো ভূমিকা রাখবে।’  

 

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এবং শ্রোতারা ফোন করে প্রশ্ন করতে পারবেন।

 

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কক্সবাজার, বগুড়া, সিলেট, ময়মনসিংহ এবং বরিশালের শিল্পাঞ্চলের শ্রোতারা এই অনুষ্ঠান শুনতে পারবেন।

 

রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৫/নিয়াজ/রহমান

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়