ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সৈয়দা তানিয়া আক্তার সিমি’র কবিতা

সৈয়দা তানিয়া আক্তার সিমি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ১২ মে ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৈয়দা তানিয়া আক্তার সিমি’র কবিতা

প্রতীকি ছবি

 বৈশাখের আগমণ
           
আসবে পহেলা বৈশাখ
বাজবে সানাই
র‌্যালি চলবে ধীর গতিতে
 দেখবে সবাই চেয়ে
বাংলার মানুষ।

সকলের মুখে কত হাসি,
কত ভালোবাসা।
শিশুদের কোলাহল
মুখরিত বাংলার নববর্ষ।

প্রভাতের পানতা ইলিশ
সবাই খাবে মিলে মিশে
নেই কোনো ঈর্ষা,
একত্রিত হয়ে সবাই মিলে
বরণ করে নেবে বাংলা নববর্ষ।

সকল কবিরা আমন্ত্রিত,
এই বাংলা নববর্ষের
রমনার বটমূলে।

 

নববর্ষ
     স্বাগতম তোমায়
হাজার ফুলের পাপড়ির ভিরে-
 ছোট করব না তোমায়
কৃষ্ণচূড়ায় ফুলের সাথে;
তুলনা দেবনা তোমায়
বলব আমি চুপিসারে
একটি কথা হেসে-
ভালোবাসি আমি তোমায়
জন্মেছি যে দেশে।

তাই তো আজ শুভ নববর্ষ
এই বাংলাদেশে।

ঢাক, ঢোল বাজতে থাকে
সকলে বৈশাখকে বরণ করে
প্রভাতের পানতা, ইলিশ খেয়ে।

নাচ, গান, কবিতা, ছড়া
একে একে চলে-
উপস্থিত দর্শক বৃন্দ
সবাই মিলে দেখে,
আনন্দে মাতোয়ারা হয়ে।

কবিদের আবির্ভাবে ফুটে ওঠে
প্রকৃতির মায়া বাংলা চিত্ত,
সকল কবিরা নিস্পাপ।

শিশুর মতোন চিন্তা-চেতনা মনোভাব
নববর্ষের আরেকটি আশির্বাদ

 

 

রাইজিংবিডি/১২ মে, ২০১৪/শান্ত/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়