ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

হেলস-বাটলারের ব্যাটে ইংল্যান্ডের জয়

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ৬ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হেলস-বাটলারের ব্যাটে ইংল্যান্ডের জয়

শট খেলছেন অ্যালেক্স হেলস

ক্রীড়া ডেস্ক : অ্যালেক্স হেলস ও জস বাটলারের দারুণ ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ইংল্যান্ড। ৫ উইকেটের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংলিশরা।

 

পোর্ট এলিজাবেথে শনিবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬২ রান করে দক্ষিণ আফ্রিকা।

 

দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার ৯১ বলের ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছক্কার মার। এ ছাড়া জেপি ডুমিনি ৪৭ ও ফাফ ডু প্লেসিস ৪৬ রান করেন।

 

ইংল্যান্ডের পেসার রিস টপ্লে ৪ উইকেট নেন ৫০ রানের বিনিময়ে। বেন স্টোকস ৫৪ রানে নেন ২ উইকেট।

 

২৬৩ রান তাড়া করতে নেমে ওপেনার হেলসের চমৎকার ব্যাটিংয়ের পর শেষ দিকে বাটলারের ঝড়ো ব্যাটিংয়ে ২২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

 

দল জিতলেও মাত্র ১ রানের জন্য সেঞ্চুরির হতাশায় পুড়তে হয় হেলসকে। ১২৪ বলে ৮টি চারের সাহায্যে ৯৯ রান করেন তিনি। আর বাটলার মাত্র ২৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।

 

এ ছাড়া জো রুট ৩৮, অধিনায়ক ইয়ান মরগান ২৯ ও মঈন আলী অপরাজিত ২১ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

 

দক্ষিণ আফ্রিকার পেসার কাইল অ্যাবট ৩টি ও মরনে মরকেল ২ উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার জেতেন হেলস।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়