ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়েল্ডিং ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার 

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৮ ডিসেম্বর ২০২২  
ওয়েল্ডিং ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার 

জামালপুর মাসুদ রানা (৫৫) নামে এক ওয়েল্ডিং ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে পৌরসভার বগাবাইদে বাড়ির উঠানের লিচুগাছে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

নিহত মাসুদ কাচারিপাড়া ফকিরবাড়ি এলাকার কমর উদ্দিনের ছেলে।

মারা যাওয়া মাসুদের ছেলে রবিউল ইসলাম বলেন, বাবা ২০১৮ সালে হজ করেন। তিনি সবসময় নামাজ-কালাম নিয়ে থাকতেন। ছয় মাস আগে আমার একমাত্র বোনের তালাক হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তাঁর মানসিক রোগের চিকিৎসা চলছিল। গতকাল রাত ১২টার দিকে বাবা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘরের দরজা বন্ধ করে দেন। ভোররাতে কক্ষে গিয়ে তাকে না পাওয়া গেলে উঠানে গিয়ে দেখি বাবা লিচুগাছে রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ বাবার লাশ উদ্ধার করে। 

পুলিশ পরিদর্শক মানিক চন্দ্র দে জানান, প্রাথমিক সুরতহালে মাসুদ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সেলিম/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়